ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। নিউ হিন্দি স্কুলের লাগাতর জয়। তিন দলীয় গ্রুপে পরপর দুই ম্যাচে জয়ী হওয়ার সুবাদে নিউ হিন্দি হায়ার সেকেন্ডারি স্কুলও মূল পর্বে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করে নিয়েছে। শনিবারের ম্যাচে নিউ হিন্দি হায়ার সেকেন্ডারি স্কুল ৯ রানের ব্যবধানে প্রনবানন্দ বিদ্যামন্দির কে হারিয়ে টানা দ্বিতীয় ম্যাচে জয়ী হওয়ার সুবাদে গ্রুপ চ্যাম্পিয়নের স্বীকৃতি পেয়েছে। গ্রুপ এইচ থেকে নিউ হিন্দি স্কুল শেষ আটে খেলবে। বামুটিয়ায় তালতলা স্কুল গ্রাউন্ডে বেলা একটার ম্যাচ প্রায় দেড় ঘন্টা দেরিতে শুরু হওয়ায় ওভারসংখ্যা কমিয়ে ১০ করা হয়েছিল। প্রথমে ব্যাটিংয়ের সুবিধা পেয়ে নিউ হিন্দি হায়ার সেকেন্ডারি স্কুল সীমিত ১০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে যোগ প্রীতম দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স দেখিয়ে ৫০ রান সংগ্রহ করে দলকে ভালো স্কোর সংগ্রহ করার পাশাপাশি প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতারও পায়। ২৮ বল খেলে ছটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫০ রান সংগ্রহ করে। প্রনবানন্দ বিদ্যামন্দিরের শুভজিৎ দত্ত ৯ রানে দুটি উইকেট পেয়েছে। পাল্টা ব্যাট করতে নেমে প্রনবানন্দ বিদ্যামন্দির ৬ উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করতেই নির্ধারিত ১০ ওভার ফুরিয়ে যায়। দলের পক্ষে জিৎ কুমার দাস ২২ রান এবং শুভজিৎ দত্ত ২১ রান সংগ্রহ করে চেষ্টা করলেও শেষ রক্ষা করতে পারেনি। নিউ হিন্দি স্কুলের শিবম্ শিবম দুটি এবং হর্ষ বনসাল একটি উইকেট পেয়েছে। দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে যোগ প্রীতম পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতার।
2024-05-18