বাঁকুড়া, ১৮ মে (হি. স.) : কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চিত করছে। শুধুমাত্র একশো দিনের কাজের টাকা দেয়নি তা নয় বিভিন্ন প্রকল্প থেকেও বঞ্চিত করছে বলে অভিযোগ করে বলেন, তা সত্ত্বেও আমরা যা বলি তা করে দেখাই বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
আজ বিষ্ণুপুরের দলীয় প্রার্থী সুজাতা মন্ডলের সমর্থনে বিষ্ণুপুর হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় আগাগোড়া বিজেপির কড়া সমালোচনা করে বলেন বিজেপি ইচ্ছে করেই দুমাস ধরে ভোটের ব্যবস্থা করেছে। হেলিকপ্টার ব্যবহার নিয়ে প্রধানমন্ত্রী মোদির সমালোচনা করে বলেন আমি দলের টাকায় হেলিকপ্টার চড়ি আর প্রধানমন্ত্রী সুরক্ষার নামে অনেক অনেক সরকারি টাকা ব্যায় করেন।
মাছ মাংস খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ সম্পর্কে মোদীকে তুলোধনা করে বলেন প্রধানমন্ত্রী বলেছেন মাছ খাবেন না মাংস খাবেন না ডিম খাবেন না আর আমরা বলছি খাবো খাবো খাবো।তার কারন একটা রাজ্যের এক একটা বিশেষত্ব আছে।আমি গুজরাটের ধোকলাও তো খাই।কই তখন তো না বলি না।তা হলে আপনার মাছ নিয়ে আপত্তি কেন?বাঙালি হচ্ছে মাছে ভাতে বাঙালি।
এরপর তিনি প্রধানমন্ত্রী র দেওয়া প্রতিশ্রুতি র কথা তুলে ধরে বলেন মোদী বাবু যা যা দেবো বলেছিলেন তা কি দিয়েছেন? এদিন তিনি বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সুজাতারই প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁর সমালোচনা করে বলেন তার সম্পত্তি কত জানেন, তার ৬ খানা বাড়ি আছে শুধু সরকারি ভাবে।
এদিনের সভায় বক্তব্যে র শুরুতে ই বিষ্ণুপুরের দলমাদল কামান, টেরাকোটার কাজ ও বালুচরী শাড়ির প্রশংসা করেন।সভায় প্রার্থী সুজাতা মন্ডল সহ বিধায়ক অলোক মুখার্জি,প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা, বিজেপি ছেড়ে তৃনমূলে যোগ দেওয়া কোতুলপুর এর বিধায়ক হরকালি প্রতিহার, জেলা সভাধিপতি অনুসূয়া রায় সহ স্হানীয় তৃনমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন।সভার শেষ লগ্নে তিনি আদিবাসীদের নাচে পা মেলান।