নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৭ মে: ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন বিজেপি নেতা পার্থ দত্ত। ঘটনার বিবরনে জানা যায়, শুক্রবার দুপুরে শ্মশান থেকে বাড়ি ফেরার পথে ভাঙ্গার পাড়া এলাকায় পার্থ দত্তের বাইকের সাথে একটি ট্রিপারের সংঘর্ষ ঘটে উদয়পুর রমেশ চৌমুহনি এলাকায়। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাইক চালক তথা ভাঙ্গার পাড়া এলাকার বিজেপি নেতা পার্থ দত্ত।
প্রত্যক্ষদর্শীরা এই ঘটনা দেখতে পেয়ে তড়িঘড়ি খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরকে। তারা এসে তাকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেছে। উনার মাথায় ও গোটা শরীরে আঘাত লেগেছে বলে খবর।
জানা গেছে ওই ট্রিপারটি পার্থবাবুর বাড়িতেই মাটি নিয়ে গিয়েছিল। ফেরার পথে তিনি সেই ট্রিপারের ধাক্কায় গুরুতর আঘাত পান। ঘটনায় গাড়ি ও গাড়ির চালককে আটক করেছে এলাকাবাসীরা।