নয়াদিল্লি, ১৭ মে (হি.স.): লোকসভা নির্বাচনের ভোট প্রচারের জন্য সুপ্রিম কোর্টে জামিনের আবেদন জানিয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। আগামী ২১ মে তাঁর আবেদন শুনবে শীর্ষ আদালত। ঝাড়খণ্ডে আগামী ২০ মে, ২৫ মে এবং ১ জুন ভোট। ভোট প্রচারের জন্য জামিনের আবেদন জানিয়েছেন হেমন্ত সোরেন।
সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিয়েছে, ২১ মে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন শুনবে। বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তের বেঞ্চের সামনে হাজির হয়ে সোরেনের পক্ষ থেকে সিনিয়র আইনজীবী কপিল সিবাল বলেছেন, তাঁর মক্কেল ২ জুন আত্মসমর্পণ করতে ইচ্ছুক।