আগরতলা, ১৭ মে: অবৈধ অনুপ্রবেশের দায়ে ৪ জন বাংলাদেশী নাগরিককে আটক করে জিআরপি। সাথে আটক করা হয়েছে এক ভারতীয় টাউটকে।
আজ আগরতলা রেল স্টেশন থেকে তাদেরকে আটক করা হয়েছিল। পরর্বতীতে পুলিশ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালায়। জিজ্ঞাসাবাদ তাঁরা অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন।
ধৃতরা হলেন, রিয়াদ হোসেন(২২), ওমর হোসেন (১৮), মহম্মদ আলাম হোসেন(২৬) এবং জাহাঙ্গীর আলম(২১)। সাথে ভারতীয় টাউট রাফিকুল ইসলাম(৫১)-কে আটক করা হয়েছে।