নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলিতে পাশের হার খুবই কম। ওইসব বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের রেজাল্ট আশাযোগ্য নয়। পিছিয়ে রয়েছে রাজ্যের বিদ্যাজ্যোতি বিদ্যালয়। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন প্রদেশ কংগ্রেস।
তারা বলেন, সিবিএসই পরীক্ষার রেজাল্ট এবং বিভিন্ন বিদ্যাজ্যোতি স্কুলগুলি পরীক্ষার ফলাফলে পাশের হার একেবারেই কম। বেশিরভাগ পরীক্ষার্থীরা উত্তীর্ণ হতে পারেনি। স্কুল গুলিতে বিদ্যা ব্যবসা করে চলছে রাজ্য সরকার। এসমস্ত নানা অভিযোগ উত্থাপন করেন প্রদেশ কংগ্রেস দলের নেতৃত্বরা।
পাশাপাশি এদিন সার্বিক শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো নিয়েও সংবাদিক সম্মেলনে আলোচনা করেন তারা। সাংবাদিক সম্মেলন উপস্থিত নেতৃত্বরা অভিযোগ করেন, বিজেপি সরকার ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে। বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে মোটা ফি আত্মসাৎ করা হচ্ছে বিদ্যালয় গুলিতে। কিন্তু সেই অনুযায়ী ছাত্র-ছাত্রীদের বিকাশ ঘটছে না। এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রদেশ কংগ্রেস দল ।