নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ভিকি খুন কাণ্ডে অভিযুক্ত সুস্মিতা সরকারের মাকে এবার আটক করলো পুলিশ। উষা বাজার গুলি কাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই সুস্মিতা সরকারকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
এবারে সুস্মিতা সরকারের মা উমা সরকারকে আটক করা হয়েছে বুধবার। তাকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। আগামী ২০ মে পুনরায় তাকে কোর্টে তোলা হবে বলে জানান এডভোকেট শংকর লোধ। পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদে অভিযুক্তদের কাছ থেকে আর কি কি চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে সেটাই দেখার।