নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: সি.বি.এস.ই পরিচালিত দ্বাদশ মানের পরীক্ষায় সমগ্র উত্তর পূর্বাঞ্চলের সম্ভাব্য প্রথম স্থানাধিকারীনি ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মিশন স্কুলের কৃতি ছাত্রী দেবাঙ্গনা দাসের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে দেবাঙ্গনা দাশের সঙ্গে দেখা করেন তিনি।
এদিন উত্তর পূর্বাঞ্চলে সম্ভাব্য প্রথম স্থানাধিকারীনি ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মিশন স্কুলের কৃতি ছাত্রী দেবাঙ্গনা দাসকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তার হাতে উপহার তুলে দিয়ে তার সুন্দর ভবিষ্যৎ এর কামনা করেন তিনি।