ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রস্তুতি চূড়ান্ত। আগামীকাল থেকেই শুরু হচ্ছে সদর আন্তঃ স্কুল বালকদের টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। আয়োজক ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। রেকর্ড সংখ্যক ২৭ টি স্কুল দল এবারকার আন্তঃ স্কুল সদর ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। আগামীকাল সকাল সাড়ে ৮টায় নরসিংগড় পঞ্চায়েত মাঠে ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির খেলবে রাম ঠাকুর পাঠশালার বিরুদ্ধে। একই মাঠে বেলা একটায় অপর ম্যাচে রবিশঙ্কর বিদ্যানিকেতন খেলবে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের বিরুদ্ধে। এদিকে সকাল সাড়ে আটটায় বামুটিয়ার তালতলা স্কুল গ্রাউন্ডে বিদ্রোহী কবি কাজী নজরুল বিদ্যালয় খেলবে প্রাচ্য ভারতী স্কুলের বিরুদ্ধে। বেলা একটায় অপর ম্যাচে শিক্ষা নিকেতন খেলবে শিশু বিহার স্কুলের বিরুদ্ধে। পরদিন ১১ মে একইভাবে সকাল সাড়ে ৮টায় নরসিংগড় পঞ্চায়েত মাঠে বড়দোয়ালী স্কুল খেলবে উমাকান্ত একাডেমির (বাংলা) বিরুদ্ধে। একই মাঠে বেলা একটায় অপর ম্যাচে উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল খেলবে সেন্ট পলস স্কুলের বিরুদ্ধে। এদিকে সকাল সাড়ে আটটায় বামুটিয়ার তালতলা স্কুল গ্রাউন্ডে হোলি ক্রস স্কুল খেলবে বেলাবর স্কুলের বিরুদ্ধে। বেলা একটায় অপর ম্যাচে আসাম রাইফেলস খেলবে নিউ হিন্দি স্কুলের বিরুদ্ধে।
2024-05-09