শিলচর (অসম), ৯ মে (হি.স.) : অসমে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ৫৭ দিনের মাথায় ফলাফল প্রকাশ করেছে শিক্ষা সংসদ। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার সকাল ৯-টায় প্রকাশ করা হয় চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের জারিকৃত পরিসংখ্যানে দেখা গেছে, দক্ষিণ অসমের বরাক উপত্যকায় গত বছরের তুলনায় এবার কিছুটা হলেও বেড়েছে পাশের হার। তবে পাশের নিরিখে কলা, বাণিজ্য এবং বিজ্ঞান শাখায় রাজ্যের ৩৫টি জেলার মধ্যে উপত্যকার তিন জেলাই ক্রমপর্যায়ে রয়েছে প্রথম দশ স্থানের বাইরে।
কলা শাখায় বরাক উপত্যকার তিন জেলা যথাক্রমে কাছাড় জেলার অবস্থান ৩৫ নম্বরে, করিমগঞ্জ ২২ নম্বরে এবং হাইলাকান্দি ৩২ নম্বরে। বাণিজ্য শাখায় কাছাড় জেলার অবস্থান ১৬ নম্বরে, করিমগঞ্জ ২৭ নম্বরে এবং হাইলাকান্দি ৩১ নম্বরে। বিজ্ঞান শাখায় কাছাড় জেলার অবস্থান ৩১ নম্বরে, করিমগঞ্জ ২২ নম্বরে এবং হাইলাকান্দি ৩২ নম্বরে।
কাছাড় জেলায় এ বছর কলা শাখায় মোট পরীক্ষার্থী ছিল ৮,৮৩৯ জন; পাশ করেছে ৬,৫৮৯ জন। এর মধ্যে প্রথম বিভাগে ১,৩১৫; দ্বিতীয়ে ২,২৫৬ এবং তৃতীয় বিভাগে ৩,০১৮। পাশের হার ৭৪.২১ শতাংশ। বাণিজ্য শাখায় মোট পরীক্ষার্থী ছিল ১,০২৫ জন; পাশ করেছে ৯১৭ জন। এর মধ্যে প্রথম বিভাগে উত্তীৰ্ণ ৩৯৫, দ্বিতীয় ৪০৫ এবং তৃতীয় বিভাগে ১১৭ জন। পাশের হার ৮৯.৪৬ শতাংশ। বিজ্ঞান শাখায় মোট পরীক্ষার্থী ছিল ১,৯১০ জন; পাশ করেছে ১,৫৭২ জন। এর মধ্যে প্রথম বিভাগে ৮৬৫, দ্বিতীয় ৫১৩ এবং তৃতীয় বিভাগে ১৯৪ জন। পাশের হার ৮২.৩০ শতাংশ।
করিমগঞ্জ জেলায় এ বছরে কলা শাখায় মোট পরীক্ষার্থী ছিল ৬,৩৩৮ জন; পাশ করেছে ৫,৫৮২ জন। এর মধ্যে প্রথম বিভাগে ১,৯৪২; দ্বিতীয় ২,০৮৪ এবং তৃতীয় বিভাগে ১,৫৫৬ জন। পাশের হার ৮৮.০৭ শতাংশ। বাণিজ্য শাখায় মোট পরীক্ষার্থী ছিল ৪১৯ জন, পাশ করেছে ৩৫০ জন। এর মধ্যে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ১৩০ জন, দ্বিতীয় হয়েছে ১২২ এবং তৃতীয় বিভাগে ৯৮ জন। পাশের হার ৮৩.৫৩ শতাংশ। বিজ্ঞান শাখায় মোট পরীক্ষার্থী ছিল ১,২২০ জন; পাশ করেছে ১,০৬৮ জন। এর মধ্যে প্রথম বিভাগে ৫৯০, দ্বিতীয় ৩৬৩ এবং তৃতীয় বিভাগে ১১৫ জন। পাশের হার ৮৭.৫৪ শতাংশ।
হাইলাকান্দি জেলায় এ বছর কলা শাখায় মোট পরীক্ষার্থী ছিল ৩,৪৬৫ জন; পাশ করেছে ২৮১৪ জন। এর মধ্যে প্রথম বিভাগে ৬৪৬, দ্বিতীয় ১০৫৮ এবং তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে ১,১১০ জন। পাশের হার ৮১.২১ শতাংশ। বাণিজ্য শাখায় মোট পরীক্ষার্থী ছিল ১৯৭ জন, পাশ করেছে ১৫৯ জন। এর মধ্যে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ৭৩ জন, দ্বিতীয় বিভাগে ৬০ জন এবং তৃতীয় বিভাগে ২৬ জন। পাশের হার ৮০.৭১ শতাংশ। বিজ্ঞান শাখায় মোট পরীক্ষার্থী ছিল ৯৮৬ জন; পাশ করেছে ৭৯১ জন। এর মধ্যে প্রথম বিভাগে ২৮১, দ্বিতীয় ৩৭০ এবং তৃতীয় বিভাগে পাশ করেছে ১৪০ জন। পাশের হার ৮০.২২ শতাংশ।
গত বছরের চেয়ে বরাক উপত্যকায় এবার পাশের হার বাড়লেও অসমের বাকি জেলাগুলোর তুলনায় উপত্যকার জেলাগুলোর অবস্থান মোটেই আশানুরূপ নয় বলে মনে করছে শিক্ষানুরাগী মহল। বেশ কয়েক বছর ধরে বরাক উপত্যকায় শিক্ষাক্ষেত্রের মানদণ্ড ক্রমশই নিম্নমুখী, তা স্পষ্ট হয়ে উঠেছে পরিসংখ্যান থেকেই।
শিক্ষানুরাগী মহলের অনেকের মন্তব্য, শিক্ষার মানদণ্ড ঠিক না হলে এবার কলা শাখায় একেবারে শেষের স্থান দখলকারী কাছাড় জেলার মতো বাকি জেলাগুলোও একেবারে শেষের তিনটি স্থানে চলে যাবে।

