ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরার প্রথম খেলা ১১ মে। এফ গ্রুপের খেলা ছত্তিশগড়ের নারায়নপুরে পৌঁছলো ত্রিপুরা দল। বুধবার সন্ধ্যার পর। ট্রেনের বিভ্রাটে প্রায় ৭ ঘন্টা দেরীতে খেলার স্থানে পৌছায় জন জমাতিয়ারা। ওই রাজ্যে অনুষ্ঠিত হবে স্বামী বিবেকানন্দ জাতীয় অনূর্ধ্ব-২০ বালকদের ফুটবল এবছর হবে ছত্তিশগড়ের নারাইপুরে। ওই রাজ্যের রামকৃষ্ণ মিশন মাঠে হবে খেলা। তাতে অংশ নিতে পৌছলো ত্রিপুরা দল। ত্রিপুরার খেলা শুরু ১১ মে। ওই দিন ত্রিপুরার প্রতিপক্ষ অরুনাচল প্রদেশ। ১৩ মে অসম এবং ১৫ মে শেষ ম্যাচ খেলবে মধ্যপ্রদেশের বিরুদ্ধে খেলবে রাজ্যদল। দীর্ঘ পথ অতিক্রম কের পৌছার পর বৃহস্পতিবার বিকেলে হালকা অনুশীলন করার পরিকল্পনা রয়েছে রাজ্যদলের ফুটবলারদের। ছত্তিশগড় পৌছে তইরপুরা দলের ম্যানেজার শুভেনজিৎ সিনহা বলেন, দীর্ঘপথ অতিক্রম করে ছেলেরা কিছুটা ক্লান্ত। তাই বৃহস্পতিবার বিকেলে অনুশীলন করার পরিকল্পনা রয়েছে। ত্রিপুরা দলের ফুটবলাররা হলো: মনি ত্রিপুরা, বিলাস দেববর্মা, বিপ্লব দেববর্মা, বিরু দেববর্মা, পহর দেববর্মা, বিমল কুমার রিয়াং, লিয়ান মৈয়া ডার্লং, দীনেশ জমাতিয়া, আসালাং কুমার রিয়া়ং, আদি দেববর্মা, জুয়েল দেববর্মা, জন জমাতিয়া, নবকিশোর সিংহ, বিনোদ কুমার রিয়াং সুদীপ কুমার চক্রবর্তী, অমিত জমাতিয়া, রাহুল রাই রিয়াং, রাজীব সিংহ। কোচ রাজেশ রায় চৌধুরী, ম্যানেজার শুভেণজিৎ সিনহা, ফিজিও সায়নদীপ দেব।
2024-05-08