আগরতলা, ৭ মে : বিশালগড় থানাধীন মান্ডবকিল্লা গ্রামে ওএনজিসির ড্রিলিং -এর জেরে উত্তেজনা ছড়িয়েছে। ড্রিলিং-এর কাজে বাধা দেওয়ায় গ্রামের চারজনের বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা দায়ের করেছে ওএনজিসি কতৃপক্ষ।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই লালশিংমুড়ার মান্ডবকিল্লা গ্রামে ড্রিলিং সংক্রান্ত বিষয়ে গ্রামবাসীদের সঙ্গে ওএনজিসির কর্মীদের সঙ্গে ঝামেলা চলছে। এলাকাবাসীদের অভিযোগ, তাঁদের পাঁকা ধানক্ষেতের উপর দিয়ে চালাচ্ছে ড্রিলিং, ফাটাচ্ছে বোমা। এর ফলে নষ্ট হচ্ছে ওভার ফ্লো।এলাকাবাসীর ঘরে বড়োসড় ফাটল দেখা দিয়েছে। যে কোনো মূর্হুতে দূর্ঘটনা ঘটতে পারে। তাঁদের বিভিন্ন ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। পরবর্তী সময়ে এলাকাবাসীর পক্ষ থেকে ড্রিলিং-এর কাজে বাধা দেওয়ায় গ্রামের চারজনের বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা দায়ের করেছে ওএনজিসি কতৃপক্ষ।
আজ সকালে পুলিশ টিএসআর বাহিনী নিয়ে ওএনজিসি কতৃপক্ষ আবার যেতেই গোটা এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।