বাংলার গৌরবময় নামকে কলঙ্কিত করছে তৃণমূল কংগ্রেস : প্রধানমন্ত্রী

কৃষ্ণনগর, ৩ মে (হি.স.): বাংলার গৌরবময় নামকে কলঙ্কিত করছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের শাসক দলের বিরুদ্ধে তোপ দেগে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্ৰী নরেন্দ্র মোদী। শুক্রবার কৃষ্ণনগরের এক জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “তৃণমূল কংগ্রেস নেতারা সন্দেশখালিতে কী ঘটছে সে সম্পর্কে সর্বদা সচেতন ছিল, কিন্তু যেহেতু অপরাধী তাদের কাছে সম্পদ ছিল, তারা কখনও তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “তৃণমূল কংগ্রেসকে অবশ্যই বুঝতে হবে যে তারা সিএএ বাস্তবায়ন ঠেকাতে পারবে না। সিএএ-এর মাধ্যমে, আমি প্রত্যেক ব্যক্তিকে আশ্বাস দিচ্ছি যারা ভারতের নাগরিকত্ব পেতে চায় যে তারা শীঘ্রই কেন্দ্রীয় উদ্যোগের সুফল ভোগ করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *