আলাপ্পুঝা, ২৬ এপ্রিল (হি.স.): ভোট দিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল। শুক্রবার সকাল সকাল ভোট দিয়েছেন তিনি, ভোট দেওয়ার পর নিজের জয় নিয়ে আশা ব্যক্ত করেছেন বেণুগোপাল। তিনি বলেছেন, “আমি আত্মবিশ্বাসী, আলেপ্পির জনগণ আমার পাশে থাকবেন।”
আলাপ্পুঝা সংসদীয় আসনের প্রার্থী কে সি বেণুগোপাল। এই আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী হলেন সিপিআই (এম)-এর এ এম আরিফ এবং বিজেপি শোভা সুরেন্দ্রন। কে সি বেণুগোপাল এদিন বলেছেন, “লোকসভা নির্বাচনের প্রথম দফার পরে, প্রধানমন্ত্রী আতঙ্কিত। আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই কংগ্রেসের ইস্তেহারকে ব্যাপকভাবে জনসাধারণের মধ্যে আনার জন্য। কেরলে ইউডিএফ ২০টি আসনেই জয়লাভ করবে, ওয়ানাডের জনতা দেখাবেন যে তাঁরা রাহুল গান্ধীর সাথে আছেন।