নগাঁওয়ের জুরিয়ায় বুনো হাতির হামলা, হত মহিলা

নগাঁও (অসম), ২২ এপ্রিল (হি.স.) : নগাঁও জেলার অন্তর্গত জুরিয়ায় বুনো হাতির হামলায় মর্মান্তিক মৃত্যু হয়েছে জনৈক মহিলার। নিহত মহিলাকে বুটমারি চরের বাসিন্দা জনৈক ইব্ৰাহিম আলির পত্নী তাসমিনা খাতুন (২৮) বলে পরিচয় পাওয়া গেছে।

জানা গেছে, আজ সোমবার ভোরে প্রকৃতির ডাকে সাডা দিয়ে ঘর থেকে বেরিয়েছিলেন তাসমিনা খাতুন। সে সময় তাঁর ওপর অতৰ্কিতে আক্ৰমণ করে একটি বুনো হাতি। ঘটনার খবর পেয়ে অকুস্থলে পৌঁছে পুলিশ ও বনকর্মীর এক দল। পুলিশ তাসমিনা খাতুনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নগাঁওয়ে ভোগননী ফুকননী অসামরিক হাসপাতালে পাঠিয়েছে।

এদিকে বন দফতর সূত্রে জানা গেছে, সংলগ্ন বুঢ়া চাপর অভয়ারণ্য থেকে হাতির এক দল জনপদে নেমে এসেছে। ওই দলের বিচ্ছিন্ন এক হাতির হামলায় মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে।