BRAKING NEWS

বাঁকুড়ার জঙ্গলে উদ্ধার মধ্যবয়সী দম্পতির মৃতদেহ

বাঁকুড়া, ২২ এপ্রিল (হি.স.) : জঙ্গল থেকে এক মধ্য বয়সী দম্পতির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাঁকুড়ায়। সোমবার সকালে জয়পুরের জঙ্গলে মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। জানা গিয়েছে, বাঁকুড়ার ওন্দার বাসিন্দা গৌতম দে এবং তাঁর স্ত্রী অশোকা দে’র মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। ওই দম্পতির মৃতদেহ-র পাশে ১টি কীটনাশক ও ১ টি ঠান্ডা জলের খালি বোতল পড়ে ছিল। ঘটনার খবর পেয়ে জয়পুর থানার পুলিশ গিয়ে তড়িঘড়ি দেহ ২টি উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক অনুমান ওই দম্পতি দাম্পত্য কলহর জেরে ওন্দা থেকে জয়পুরে এসে জঙ্গলে ঢুকে ওই ঠান্ডা পানীয়র সঙ্গে কীটনাশক মিশিয়ে তা খেয়ে স্বেচ্ছায় আত্মঘাতী হয়েছেন। ঘটনার খবর পেয়ে দম্পতির ছেলে অপূর্ব দে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ ২টি তাঁর বাবা এবং মায়ের বলে শনাক্ত করে সেখানেই কান্নায় ভেঙে পড়েন। পরে তিনি বলেন ‘রবিবার সকাল থেকেই বাবা মায়ের মধ্যে অশান্তি চলছিল। এরপর একসময় তাঁরা ২ জনেই বাড়ি থেকে বেরিয়ে যান। আমি অনেক খোঁজাখুঁজি করেও তাঁদের সন্ধান পাইনি। বাবা মায়ের খোঁজে বিভিন্ন থানার দ্বারস্থ হয়েছি। জয়পুরে আমাদের এক আত্মীয় থাকেন। ভেবেছিলাম হয়তো সেখানে গেছেন। কিন্তু সেখানেও বাবা মাকে পাইনি। রবিবার অনেক রাত পর্যন্ত জয়পুরেই ছিলাম। রাতে ওন্দায় ফিরে আসি। এদিন সকালে জয়পুর থানার পুলিশের কাছে খবর পেয়ে সেখানে গিয়ে দেখি আমার নিখোঁজ বাবা এবং মায়ের দেহ পড়ে রয়েছে। কেন ওঁনারা এমন সিদ্ধান্ত নিলেন বুঝতে পারছি না। পুলিশ জানায়, এদিন সকালে জঙ্গলে পাতা কুড়োতে যাওয়া কিছু মানুষ দম্পতির দেহ দেখতে পান। তাঁরাই ঘটনাটি থানায় জানায়। থানা থেকে পুলিশ গিয়ে মৃতদেহ ২টি উদ্ধার করে বিষ্ণুপুর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনার জন্য অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *