নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল: ভাগ্যের নির্মম পরিহাস। চার মাসের অন্তঃসত্তা স্ত্রীকে রেখে প্রয়াত স্বামী। মৃতের নাম প্রসেনজিৎ দাস। বাড়ি আড়ালিয়া ঘোষপাড়া এলাকায়। প্রসেনজিতের মৃত্যুতে এদিন আকাশ-বাকরাশ ভারী হয়ে ওঠে গোটা এলাকায়। কান্নায় ভেঙে পড়েন তার অন্তঃসত্তা স্ত্রী সহ পরিবার। নিজের সন্তানকে দেখার আগেই বিদায় নিলেন বাবা।
ঘটনার বিবরনে জানা যায় গত ২০ মার্চ আড়ালিয়া ওয়ার্ড অফিসের সামনে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছিলেন প্রসেনজিৎ দাস (৩৫)। তারপর থেকেই দীর্ঘ এক মাস যাবত মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন। শেষ পর্যন্ত চিকিৎসকদের সমস্ত চেষ্টা মাটি করে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে প্রসেনজিৎ। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে।