বালুরঘাট, ২১ এপ্রিল (হি. স.): শনিবার রতুয়ার সভা থেকে হুংকার দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার বালুরঘাটের কুমারগঞ্জের জনসভা থেকে পালটা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে শুভেন্দুকে গদ্দার বলেও কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো।
এদিন মমতা বলেন, কার বিরুদ্ধে বোমা ফাটাবে? সাজিয়ে গুছিয়ে বোমা? মনে রাখবে উপরের দিকে থুতু ফেললে নিজের গায়ে লাগে। বোমা ফাটালে জবাবটা হবে কালিপটকা দিয়ে। কারণ তোমাদের আমরা গুরুত্ব দিই না। এও বলেন, গদ্দার ইডি, সিবিআই, এনআইএ থেকে বাঁচতে বিজেপিতে গিয়েছে। বিজেপি কাল থাকবে না, তোমাদের মতো গদ্দারদের কোনওদিন জায়গা দেব না।