সস্ত্রীক চেন্নাইয়ে ভোট দিলেন আর এন রবি, রাজ্যপাল বললেন এটা গণতন্ত্রের উৎসব

চেন্নাই, ১৯ এপ্রিল (হি.স.): লোকসভা নির্বাচনের প্রথম দফায় নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি। শুক্রবার চেন্নাইয়ের একটি পোলিং বুথে ভোট দিয়েছেন রাজ্যপাল রবি। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী লক্ষ্মীও। সস্ত্রীক চেন্নাইয়ের একটি পোলিং বুথে ভোট দিয়েছেন তামিলনাড়ুর রাজ্যপাল রবি। নিজে ভোট দিয়েছেন এবং তামিলনাড়ুর সমস্ত নাগরিককে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রাজ্যপাল আর এন রবি বলেছেন, “এটি গণতন্ত্রের উৎসব, এতে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এই চিহ্নটি (কালি করা আঙুল) একজন নাগরিকের সবচেয়ে সুন্দর চিহ্ন। আমি সকল নাগরিককে, বিশেষ করে প্রথমবারের মতো ভোটারদের এই উৎসবে পূর্ণ উদ্যমে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি।”