কোট্টায়াম, ১৮ এপ্রিল (হি.স.): রাহুল গান্ধীকে এবার সাংসদ না বানানোর জন্য মনস্থির করেছেন ওয়ানাডের জনতা। কংগ্রেস নেতাকে কটাক্ষ করে বললেন প্রতিরক্ষা মন্ত্রী তথা বিজেপি নেতা রাজনাথ সিং। বৃহস্পতিবার কেরলের কোট্টায়ামে এক নির্বাচনী জনসভায় রাজনাথ সিং বলেছেন, “উত্তর প্রদেশ থেকে কেরলে পাড়ি জমিয়েছেন রাহুল গান্ধী। গতবার আমেঠিতে নির্বাচনে হেরেছিলেন, এবার তিনি আমেঠি থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস সঞ্চয় করতে পারছেন না। কিন্তু এবার ওয়ানাডের জনতাও মনস্থির করেছেন, তাঁরা রাহুলকে আর সাংসদ বানাবেন না।”
প্রতিরক্ষা মন্ত্রী তথা বিজেপি নেতা রাজনাথ সিং জোর দিয়ে বলেছেন, “বিজেপি ৫ বছরের মধ্যে গগনযান সূচনা করতে চলেছে, কিন্তু কংগ্রেস দলের একজন তরুণ নেতার উৎক্ষেপণ গত ২০ বছরে হয়নি। কংগ্রেস পার্টির ‘রাহুলযান’ লঞ্চ হচ্ছে না, অথবা কোথাও অবতরণ করছে না।”