নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট৷৷ মোবাইলে প্রেমের ফাঁদ পেতে এক যুবতী গৃহবধূকে ধর্ষণের মামলায় এক যুবককে গ্রেপ্তার করে তেলিয়ামুড়া থানার পুলিশ৷ ডাক্তারি পরীক্ষার পর খোয়াই আদালতে পাঠানো হয় ধৃত টেলিফ্রেন্ডকে৷
জানা যায়, প্রথমটি তেলিয়ামুড়া থানাধীন দশমীগাট এলাকায়৷ ঐ এলাকার এক বিবাহিত মহিলার সাথে বিশালগড় থানাধীন মধুপুর এলাকার বিবাহিত যুবক অমর সেনের আজ থেকে দেড় বছর আগে প্রণয়ের সম্পর্ক ঘটে৷ প্রথমে আগরতলা থেকে ধর্মনগর ট্রেনে যাওয়ার পথে ফোন নম্বর লেনদেন তারপর ফোনে কথাবার্তা, পরবর্তী সময়ে তা গভীর প্রেমে পরিণত হয়৷ এরই মধ্যে তাদের সম্পর্ক নিয়ে পারিবারিক ঝামেলার কারণে তাদের সুখের প্রেমে বাধা পড়ে৷ তারপর থেকে অমর ঐ মহিলার বাড়িতে আসা যাওয়া বন্ধ করে দেয়৷ তাই অমরকে পেতে মরিয়া ঐ মহিলা তাকে না পেয়ে তার নামে গতকাল তেলিয়ামুড়া থানায় একটি ধর্ষণের মামলা করে৷ যার নম্বর ৬৯/২০১৬ আইপিসি ৩৭৬/৪১৭/৫০৬ মূলে মামলা হাতে নিয়েই তেলিয়ামুড়া থানার ওসি সিদ্ধার্থ কর এর নেতৃত্বে তেলিয়ামুড়া থানা ও বিশালগড় থানার যৌথ অভিযানে বিশালগড় থেকে আজ ভোর নাগাদ তার বাড়ি মধুপুরে হানা দিয়ে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে৷ আজ ডাক্তারি পরীক্ষার পর তাকে খোয়াই আদালতে পাঠানো হয়৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ এদিকে তথ্যাভিজ্ঞ মহলের অভিমত বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং মোবাইলের মধ্যে এই ধরনের অবৈধ প্রণয়ের ঘটনা বেড়েই চলেছে৷ যুবতী গৃহবধূরাও এই ধরনের অপরাধে যুক্ত হচ্ছেন ইদানিং৷