আগরতলা, ১০ এপ্রিল: নেশাকারবারের সাথে যুক্ত ছয় যুবক পুলিশের জালে। আজ তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গতকাল রাতে গোপন খবরের ভিত্তিতে খবর আসে আগরতলা কৃষ্ণনগর ছাত্র সংঘ ক্লাবের কাছে কিছু যুবক নেশাসামগ্রী কেনা বেচা করছে। পাশাপাশি ৫টি ড্রাগসের পাউচ বিক্রি করেছে বলে জানা যায়। সেই খবরের ভিত্তি অনুযায়ী আগরতলা পশ্চিম থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়েছে। অভিযানে ৬ জন যুবককে আটক করে পশ্চিম থানায় নিয়ে গিয়েছে পুলিশ।
এদিন তিনি আরও জানিয়েছেন, আজ তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। ধৃতরা হল , গৌরব চক্রবর্তী, সুমন দেবনাথ, সায়ন দেব, রাকেশ দেবনাথ, প্রকাশ কর এবং অসিত সাহা।

