ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সোনামুড়ায় ক্রিকেট টুর্নামেন্ট জমজমাট পর্যায়ে। অনির্বান দাসের অলরাউন্ড পারফরম্যান্স। দুর্দান্ত জয় পেয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল। প্রথমে ব্যাট হাতে ৪২ রান করার পর বল হাতে ২ উইকেট নিয়ে সোনামুড়া ইংলিশ মিডিয়াম স্কুলকে জয় এনে দিতে মূখ্য ভূমিকা নেয় অনির্বান। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত আন্ত: স্কুল ক্রিকেটে। মঙ্গলবার সোনামুড়া ইংলিশ মিডিয়াম স্কুল ৭৮ রানে পরাজিত করে মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুলকে। স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত ম্যাচে সোনামুড়া ইংলিশ মিডিয়াম স্কুল ২৫২ রান করে। দলের পক্ষে মহ: নাসিম ইকবাল ৭৩ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৭, রাহুল নাহা ৮২ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫১,অনির্বান দাস ৪৫ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪২ এবং শুভম দেবনাথ ১৫ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭ (অপ:) রান করেন। মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষে শুভপ্রতীক দাস ৩৫ রানে এবং কুলদীপ সরকার ৩৭ রানে ২ টি করে উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুল ১৭৪ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রাজ দেবনাথ ২৫ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭,অশ্মিত মজুমদার ৩৫ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬ এবং দিবাকর দাস ১৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬ (অপ:) রান করে। সোনামুড়া ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষে আরিয়ন পাল ৯ রানে, অনির্বান দাস ২৪ রানে, মিনহাজ আহমেদ ৩১ রানে এবং প্রান্তিক চক্রবর্তী ৪১ রানে ২ টি করে উইকেট দখল করে।
2024-04-09

