নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া , ৮ এপ্রিল : রবিবার বিলোনিয়া থানার পুলিশ কুখ্যাত নেশা কারবারি বাপন সাহাকে জালে তুলতে সক্ষম হয়েছে। পুলিশ এনডিপিএস ধারায় মামলা নিয়ে অভিযুক্ত বাপন সাহার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। আজ দুপুর দেড়টায় ধৃত বাপন সাহাকে বিলোনিয়া আদালতে সোপর্দ করে পুলিশ।
ঘটনার বিবরনে প্রকাশ রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মির্জাপুর সাহা কলোনি এলাকায় বাপন সাহার বাড়িতে তল্লাশি চালিয়ে তার ঘর থেকে ২০.২০ গ্রাম হেরোইন , ১৫৫ টি ব্রাউন সুগারের কোট্টা , দুটি মোবাইল ও নগদ ৪১০০টাকা উদ্ধার করেছে। ঘটনায় বাপন সাহাকে গ্রেপ্তার করে বিলোনিয়া থানায় নিয়ে আসে পুলিশ । আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিলোনিয়া থানার ওসি শিবু রঞ্জন দে জানান পাঁচ দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হয়েছে, আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এখন দেখার বিষয় হলো জিজ্ঞাসাবাদে আর কাদের নাম বেরিয়ে আসে ধৃতের কাছ থেকে।