নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি. স.) : কংগ্রেস ভোট ব্যাঙ্কের স্বার্থকে সবসময় গুরুত্ব দিচ্ছে, এই মন্তব্য করেন বিজেপি নেতা শাহজাদ পুনাওয়ালা৷ সোমবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন৷ তিনি এদিন আরও বলেন, কংগ্রেস সবসময়ই ভোটব্যাঙ্কের স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে, তাদের ইস্তেহার তার একটি উজ্জ্বল উদাহরণ৷ তিনি বলেন, মনে হচ্ছে মুসলিম লীগ কংগ্রেস পার্টির ইস্তেহার প্রকাশ করে তাদের হাতে তুলে দিয়েছে। তিনি দাবি করেন যে স্বাধীনতার আগে মুসলিম লীগ ছিল, আজ কংগ্রেস সেই মুসলিম লিগ নিয়ে মাতামাতি করছে। কংগ্রেস চায় তিন তালাক আবার ফিরে আসুক এবং মুসলিম মহিলাদের আবার নিপীড়ন বাড়ুক। কংগ্রেস পার্টি সবসময় কট্টরপন্থীদের পাশে দাঁড়িয়েছে। সেইসঙ্গে নিশ্চিত করেছে যে মহিলাদের অধিকার, স্বার্থ ও সবই পুরুষের হাতে রয়েছে।
2024-04-08

