নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল: লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে শাসক এবং বিরোধী উভয় দল নির্বাচনের প্রচার আরো তেজি করছে। রবিবার পশ্চিম ত্রিপুরা আসনের ইন্ডি জোটের প্রার্থী আশীষ কুমার সাহার সমর্থনে এক রোড শো এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী আশীষ কুমার সাহার সমর্থনে রবিবার এক রোড শো ও পথসভা কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি জিরানিয়া, মান্দাই, খয়েরপুর বিধানসভা কেন্দ্র এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করেছে এই রেলিটি। এদিন খয়েরপুর বাজারে অনুষ্ঠিত
পথসভায় উপস্থিত ছিলেন লোকসভা পশ্চিম ত্রিপুরা আসনের মনোনীত প্রার্থী আশীষ কুমার সাহা, প্রাক্তন মন্ত্রী মানিক দে, প্রাক্তন বিধায়ক সহ অন্যান্য নেতৃত্ব।
প্রার্থী আশীষ কুমার সাহা বলেন, মানুষ পরিবর্তন চাইছে। তাই ইন্ডিয়া জোটের পক্ষেই মানুষ ভোট দান করবে। প্রচারে ব্যাপক সাড়া মিলছে। তিনি বলেন, সারা দেশে আজ এক আরাজক পরিস্থিতি সৃষ্টি হয়ে আছে। এর থেকে দেশকে বাঁচাতে হবে। আরো অভিযোগ তুলে বলেন শাসন ক্ষমতায় বসে হিংসারকে কায়েম করে চলেছে বিজেপি। এদিন পথসভায় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।