ভূপতিনগরের ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন

কলকাতা, ৬ এপ্রিল (হি.স.): ভূপতিনগরের ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন। পূর্ব মেদিনীপুরের জেলা নির্বাচন দফতর থেকে রিপোর্ট চাওয়ার পাশাপাশি জেলার পুলিশ সুপারের রিপোর্টও তলব করল নির্বাচন কমিশন।

২০২২ সালের ডিসেম্বর মাসে ভয়াবহ বিস্ফোরণ কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর। ওই বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়। আদালতের নির্দেশে বিস্ফোরণের তদন্ত করছে তদন্তকারী সংস্থা এনআইএ। শুক্রবার রাতে বোমা বিস্ফোরণের তদন্তে গিয়ে গ্রামবাসীর একাংশের হামলার মুখে পড়েন এনআইএ আধিকারিকরা। গ্রামের মহিলারা তদন্তকারীদের ঘেরাও করে বিক্ষোভ দেখান। অভিযোগ, গ্রামবাসীদের হামলায় এনআইএ আধিকারিকদের গাড়ির কাচ ভেঙে যায়। দু’জন আধিকারিক জখমও হন।

ইতিমধ্যে ভূপতিনগর থানায় এ ব্যাপারে এফআইআর দায়ের করেছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এর আগে গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে শেখ শাহজাহানের খোঁজে সন্দেশখালিতে গিয়ে গ্রামবাসীদের আক্রমণের মুখে পড়েছিলেন ইডি আধিকারিকরা। ঘটনায় বেশ কয়েকজন আধিকারিকের মাথা ফাটে। গ্রামবাসীদের হামলায় জখম হন কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ানও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *