রামনগরে পদযাত্রা সিপিএম প্রার্থীর

আগরতলা, ৫ এপ্রিল: রামনগর কেন্দ্রের উপ নির্বাচনে ইন্ডি জোটের সিপিএম প্রার্থী রতন দাস রাজধানীর দশমীঘাট এলাকায় ভোট প্রচারে পদযাত্রা করেন।

প্রচারে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রতন দাস বলেন, মানুষের বিপুল সাড়া পাচ্ছেন। শাসক দলকে হারাতে জনগণ তৈরি রয়েছে।

এদিন তিনি বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার সমাজের সর্বনাশ করে চলছে। ভোট প্রচারে গিয়ে তাই জনগণের কাছে তুলে ধরা হচ্ছে। পাশাপাশি মানুষের মৌলিক অধিকারগুলিও নির্বাচক মণ্ডলীর কাছে তুলে ধরা হচ্ছে।

তাঁর কথায়, দেশে দুর্নীতিগ্রস্থ সরকার হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। তাই গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম চলবে। সাথে তিনি পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচনে ইন্ডি জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য জনগণের কাছে আবেদন জানিয়েছেন।