নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল: লোকসভা নির্বাচন যত এগিয়ে আছে ততোই রাজনৈতিক দলগুলি নির্বাচনের প্রচার আরো তেজি করছে। শাসক দল বিজেপি প্রথম থেকেই এই নির্বাচনী প্রচারে অনেকটাই এগিয়ে রয়েছেন। বুধবার পশ্চিম ত্রিপুরা লোকসভার অন্তর্গত গোলাঘাটি বিধানসভা এবং বাধারঘাট এলাকায় নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব।
এদিন প্রথমে গোলাঘাটি মণ্ডলের উদ্যোগে বিভিন্ন শক্তিকেন্দ্রে সাংগঠনিক বৈঠকে অংশগ্রহন করেছেন বিপ্লব কুমার দেব। তারপর বিকেলে বাধারঘাট মন্ডলের উদ্যোগে আয়োজিত হাপানিয়া থেকে বাঁধারঘাট চৌমুহনি পর্যন্ত রোড-শোতে অংশগ্রহণ করেছেন তিনি। এদিনের এই রোড শো- তে ব্যাপক কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এদিনের এই রোডশো – তে প্রার্থী বিপ্লব কুমার দেব এর সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা মিনারানী সরকার সহ অন্যান্যরা। এদিনের এই রোড শো থেকে দলীয় কর্মী সমর্থকদের তিনি আগামী লোকসভা আসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষে ভোটদান করে তাঁকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার আহ্বান করেছেন।