নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.): লুইস মন্টিনিগ্রো গণতান্ত্রিক পর্তুগালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী বুধবার তাঁকে অভিনন্দন জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী মোদী লেখেন, ভারত ও পর্তুগালের মধ্যে দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করতে, একযোগে কাজ করতে তিনি আগ্রহী।
উল্লেখ্য, পর্তুগালে আট বছর সমাজতান্ত্রিক শাসনের পর, মধ্য-ডান গণতান্ত্রিক জোটের (এডি) নেতা লুইস মন্টিনিগ্রোকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন।