প্রয়াত তরুণ সাংবাদিক কনাদ মোদক

আগরতলা, ৩ এপ্রিল: দীর্ঘ রোগভোগের পর আজ সকালে প্রয়াত হয়েছেন তরুণ সাংবাদিক কনাদ মোদক। তিনি দীর্ঘদিন ধরে লিভার জনিত সমস্যায় ভুগছিলেন। কর্মজীবনে তিনি টিভির পর্দায় এবং পর্দার পেছনে সংবাদিকতায় ছাপ রেখে গেছেন। তাঁর অকাল প্রয়াণে ত্রিপুরার সংবাদ জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সাংসদ বিপ্লব কুমার দেব ও ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট এসোসিয়েশন সাংবাদিক কনাদ মোদকের প্রয়াণে শোক প্রকাশ করেছেন।

আজ নিজ সামাজিক মাধ্যমে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, প্রতিভাবান তরুণ সাংবাদিক কনাদ মোদকের প্রয়াণে আমি গভীর শোকাহত। এদিন তিনি পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।তাছাড়া, ঈশ্বরের নিকট বিদেহী আত্মার সদগতি কামনা করেছেনl

তাঁর প্ৰায়ণে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট এসোসিয়েশন শোক প্রকাশ করেছেন।দীর্ঘদিন ধরেই তিনি লিভার জনিত দূরারোগ্য রোগে ভুগছিলেন। ধলেশ্বরস্হিত নিজ বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন গভীরভাবে মর্মাহত। প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রয়াতের পরিবার পরিজনদের প্রতি গভীর মর্মবেদনা জ্ঞাপন করা হয়েছে।এদিন তাঁর মরদেহ আগরতলা প্রেস ক্লাবে নিয়ে যাওয়া হয়েছে।

তাঁর প্ৰায়ণে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা, কেন্দ্রীয়মন্ত্রী প্রতিমা ভৌমিক ও রাজ্য বিধানসভার উপধাক্ষ্য রামপ্রাসাদ পাল।তাছাড়া, বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ, পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী ও প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য শোক প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *