দিলীপ ঘোষকে কড়া সতর্কতা কমিশনের

কলকাতা, ১ এপ্রিল, (হি.স.): মহিলাদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য বিজেপির প্রার্থী দিলীপ ঘোষকে ‘সেনসর’ করল জাতীয় নির্বাচন কমিশন৷ এ বাপারে কমিশন পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার এবং বীজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডারও দৃষ্টি আকর্ষণ করেছে।

অভিযোগ, নির্বাচনী প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। নির্বাচনী আদর্শ আচরণ বিধি (এমসিসি) লঙ্ঘনের অভিযোগে দিলীপবাবুকে নোটিশ দেয় নির্বাচন কমিশন৷ সেই জবাব পাওয়ার পরে আদেশে কমিশন জানিয়েছে, কমিশন নিশ্চিত যে দিলীপ ঘোষ অবশ্যই ব্যক্তিগত আক্রমণ করেছেন৷ একই সঙ্গে আদর্শ আচরণ বিধিও লঙ্ঘন করেছেন।

এর আগে কমিশন সাফ জানিয়ে দিয়েছিল, আদর্শ আচরণ বিধি লাগু থাকাকালীন জনসাধারণের উদ্দেশে বক্তব্যের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে রাজনৈতিক নেতা-নেত্রীদের৷ কমিশন সূত্রে খবর, এবার থেকে দিলীপ ঘোষের ক্ষেত্রে তাঁদের নির্বাচন-সংক্রান্ত যোগাযোগ বিশেষভাবে এবং অতিরিক্তভাবে কমিশন পর্যবেক্ষণ করবে।

কমিশন জানিয়েছে, ‘পাবলিক ডোমেনে’ যোগাযোগ করার সময় সতর্কতা অবলম্বন করার জন্য এবং এমসিসি নির্দেশিকাগুলির লঙঘন বা কোনও অবমাননাকর মন্তব্য থেকে বিরত থাকার জন্য রাজনৈতিক দলগুলিকে সতর্ক করা হয়েছিল আগেই ৷ এমনকী রাজনৈতিক দলগুলির কর্মী-নেতাদের সংবেদনশীল হওয়ার জন্য সতর্কীকরণ বিজ্ঞপ্তিও দিয়েছিল কমিশন৷

এবার কমিশন জানিয়েছে, দলীয় প্রধানদের উচিত হবে সংবেদনশীল হওয়া ৷ কোনও অসম্মানজনক মন্তব্যের জন্য তাদের নেতাদের আচরণ পর্যবেক্ষণ করা হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন ৷

একই সঙ্গে, কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতেকেও সতর্ক করেছে কমিশন৷ অভিযোগ উঠেছিল, মান্ডির বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউতকে নিয়ে অশালীন পোস্ট করেছিলেন সুপ্রিয়া শ্রীনাতে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *