নয়াদিল্লি, ৩১ মার্চ (হি.স.) : রামলীলা ময়দানের এই মেগা সমাবেশ গণতন্ত্র বাঁচানোর সমাবেশ, এই মন্তব্য করেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। “আইএনডিআই” জোটের সমাবেশ নিয়ে তিনি রবিবার দিল্লিতে সাংবাদিকদের উদ্দেশে একথা বলেন।
কংগ্রেস নেতা জয়রাম রমেশ এদিন “আইএনডিআই” জোটের এই মেগা সমাবেশকে গণতন্ত্র বাঁচাও সমাবেশ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন যে রামলীলা ময়দানে যে সমাবেশ হচ্ছে তা কোনও ব্যক্তিকে বাঁচানোর জন্য নয়, গণতন্ত্র বাঁচানোর জন্য করা হচ্ছে। তিনি আরও বলেন, মূল্যবৃদ্ধি, রেকর্ড বেকারত্ব, ক্রমবর্ধমান অর্থনৈতিক বৈষম্য এগুলোর বিরুদ্ধে আওয়াজ তোলাই এই সমাবেশের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হতে চলেছে।