ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। তৃতীয় নর্থ ইস্ট গেমস তথা পূর্বোত্তর ক্রীড়া আসর শেষ করে ঘরে ফিরল রাজ্য দল। আগরতলা রেলস্টেশনে সোমবার বিকেলে ১৫২ সদস্যের রাজ্য দল কে অভিনন্দন জানাতে ছুটে গিয়েছিলেন রাজ্য ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব স্বপন সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কর্মকর্তা বৃন্দ। এবারকার আসরে রাজ্য দল বেশ কটি ইভেন্টে অংশ গ্রহণ করলেও আশানুরূপ সাফল্য অর্জন করতে পারেনি। তবে অপ্রত্যাশিত প্রতিকূলতা পেরিয়ে রাজ্য দলকে এবার অংশ নিতে হয়েছে বলে রাজ্য ক্রীড়া পর্ষদ বিশেষ করে রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরকে অভিনন্দন জানিয়েছে। এদিকে, রাজ্য দল এবার একটি স্বর্ণ সহ ১৬ টি পদক জয় করে ঘরে ফিরেছে। এছাড়া, এই আসরে রাজ্য দল স্পিরিট অফ অলিম্পিক ট্রফিও পেয়েছে। শ্যেফ দ্যা মিশন তথা ক্রীড়া সংগঠক রতন সাহা এবং ডেপুটি শ্যেফ দ্যা মিশন তথা রাজ্য ক্রীড়া পর্ষদের কোষাধ্যক্ষ তপন ভট্টাচার্য প্রমূখ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
2024-03-26

