দিলীপ ঘোষের আশীর্বাদ নিলেন অগ্নিমিত্রা

কলকাতা, ২৫ মার্চ (হি.স.) : ‘আমার খুব একটা চিন্তা নেই। আমি খুব ভাগ্যবান যে আমি এমন একটা কেন্দ্র থেকে দাঁড়াচ্ছি, যেখানে দিলীপ দা এত ভাল কাজ করে গিয়েছেন। মেদিনীপুর সাংগঠনিক দিক থেকে খুব পোক্ত জায়গায়’।

সোমবার সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন অগ্নিমিত্রা পাল। এবার লোকসভার টিকিট পেয়েছেন বিজেপির ৩ বিধায়ক। তার মধ্যে বিশেষ করে নজর কে়ড়েছে অগ্নিমিত্রা পালের কেন্দ্র পরিবর্তন। মেদিনীপুর লোকসভায় বিদায়ী সাংসদ দিলীপ ঘোষের পরিবর্তে বিজেপির বাজি বিধায়ক অগ্নিমিত্রা পাল। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী অভিনেত্রী মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া।

আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা নিজেই জানালেন, তিনি নিজে দুর্গাপুর থেকে লড়তে চেয়েছিলেন। কারণ দুর্গাপুর তাঁর চেনা গড়। দুর্গাপুরের সঙ্গে তাঁর পারিবারিক যোগও। তবে পার্টি নেতৃত্ব চেয়েছে, তিনি মেদিনীপুর থেকে লড়ুন। ঘোষণার আগেই তাঁকে জানান, স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ। জানান, দিলীপ ঘোষের কেন্দ্র থেকে তাঁকে লড়তে হবে।

আসানসোল দক্ষিণের বিধায়ক ও বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল জানালেন, ঘোষণার পরই তিনি ফোন করেছিলেন দিলীপ ঘোষকে। বলেন, তাঁর কাছে আসছেন। দিলীপ ঘোষের বাড়িতে যান অগ্নিমিত্রা। আশীর্বাদ নেন অগ্রজের। অগ্নিমিত্রা জানান, এই কেন্দ্র বিজেপির শক্ত জমি। গত কয়েক বছর ধরে এলাকায় দারুণ কাজ করেছেন দিলীপ ঘোষ। তাই তিনি অনেকটাই সুবিধেজনক পিচ পাচ্ছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। লড়াইয়ের ময়দানে নেমেই বিধায়ক জুনকে শুভেচ্ছা জানালেন ডাকসাইটে ফ্যাশন ডিজাইনার ও বিজেপি নেত্রী। সঙ্গে এও বললেন, বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী। মেদিনীপুরে সিপিআই প্রার্থী করেছে বিপ্লব ভট্টকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *