নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ আসাম আগরতলা জাতীয় সড়ক এবং জ্বালানী সংকটের জন্য বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে উত্থাপিত সমস্ত অভিযোগ খন্ডন করেছেন দলের রাজ্য সভাপতি৷ শনিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, লোয়ারপোয়া থেকে চুড়াইবাড়ি সাত কিলোমিটার রাস্তার একটা অংশ সংস্কার করা হয়ে গিয়েছে৷ তাতে গাড়ি চলাচলও শুরু হয়েছে৷ এদিকে, গত ২৯ জুলাই আসাম থেকে আগরতলার উদ্দেশ্যে সাড়ে তিনশর বেশী গাড়ি আগরতলায় প্রবেশ করেছে এবং ত্রিপুরা থেকে ২০০টি গাড়ি আসামে প্রবেশ করেছে৷ এদিন তিনি আরও জানিয়েছেন, ২৯ জুলাই ৩০টি জ্বালানী তেলের গাড়ি আসাম থেকে ত্রিপুরার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে৷ তার মধ্যে ২৭টি পেট্রোলের, ৩১টি ডিজেলের এবং ১২টি এলপিজির গাড়ি রয়েছে৷ ২৭টি জ্বালানী তেলের গাড়ি এবং ১২টি এলপিজির গাড়ি ধর্মনগর ও বিশালগড় প্ল্যান্টে ইতিমধ্যে প্রবেশ করেছে৷ তিনি জানান, আগামী দুই দিনের মধ্যে আরও একশটি জ্বালানীর গাড়ি ত্রিপুরার উদ্দেশ্যে রওয়ানা হবে৷ তার মধ্যে ৫০টি ট্যাঙ্কার চুড়াইবাড়ি চেকপোস্টে দাঁড়ানো আছে৷
এদিকে, মেঘালয়ের দাউকি হয়ে বাংলাদেশ দিয়ে ধর্মনগর পর্যন্ত জ্বালানী তেল আনার বিষয়টি নিয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিবের তত্ত্বাবধানে একটি সার্ভে করা হয়েছে৷ বিকল্প রাস্তার ঐ সার্ভে রিপোর্ট ইতিমধ্যে বিদেশ মন্ত্রকের কাছে জমা দেওয়া হয়েছে৷ যেহেতু বিষয়টি পররাষ্ট্র বিষয়ক সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে ইতিবাচক সমাধান বের হবে৷ এছাড়াও রেলের ওয়াগনে করে ধর্মনগর ডিপো পর্যন্ত জ্বালানী তেল পৌঁছানোর বিষয়ে রেল মন্ত্রক গত ১৮ জুলাই সার্ভে করেছে৷ রেলের ওয়াগনে করে জ্বালানী তেল আনার ক্ষেত্রে পরিকাঠামোগত কিছু বিষয় রয়েছে৷ ফলে, আশা করা যাচ্ছে আগামী ৪৫ দিনের মধ্যে এই কাজ সম্পন্ন হয়ে যাবে৷ বিজেপি রাজ্য সভাপতি এদিন এই তথ্য জানানোর পাশাপাশি জ্বালানী তেলের একটি হিসাব তুলে ধরেছেন৷ তিনি জানান, ২০১৫ সালের জুলাই পর্যন্ত পেট্রোলের সরবরাহ করা হয়েছিল ৩৫ হাজার কিলোলিটার এবং ডিজেল ৬৪ হাজার কিলোলিটার৷ ২০১৬ জুলাই পর্যন্ত পেট্রোল ৩৬ হাজার কিলোলিটার এবং ডিজেল ৫৬ হাজার কিলোলিটারের সরবরাহ করা সম্ভব হয়েছে৷ এই হিসাব তুলে ধরে তিনি প্রশ্ণ করেন, আজ গোটা রাজ্যে জ্বালানী তেলের যে সংকট দেখা দিয়েছে, প্রকৃত অর্থে এর জন্য দায়ী কে৷
2016-07-31