উত্তর প্রদেশের মাদ্রাসা বোর্ড আইন ‘অসাংবিধানিক’: হাইকোর্ট

লখনউ, ২২ মার্চ (হি. স.) : শুক্রবার এলাহাবাদ হাইকোর্ট উত্তর প্রদেশ বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন অ্যাক্ট ২০০৪-কে “অসাংবিধানিক” বলে ঘোষণা করেছে। এছাড়াও রাজ্য সরকারকে মাদ্রাসায় পাঠরত বর্তমান ছাত্রদের আনুষ্ঠানিক ভাবে সাধারণ বিদ্যালয়ে পড়াশোনার সুযোগ করে দিতে বলেছে।

প্রসঙ্গত, অংশুমান সিং রাঠোর নামে এক ব্যক্তির দায়ের করা মামলায় এই রায় দিয়েছে হাইকোর্ট। উত্তর প্রদেশের মাদ্রাসা বোর্ডের সাংবিধানিকতার বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আপত্তি জানান সংখ্যালঘু উন্নয়ন দফতরের অধীনস্ত মাদ্রাসা পরিচালন সমিতি নিয়েও। অবশেষে শুক্রবার এই রায় দিল এলাহাবাদ হাইকোর্ট।