ছয় কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ধৃত ২

আগরতলা, ২১ মার্চ: নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে দামছড়া থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে গাড়িতে তল্লাশি চালিয়ে ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সাথে দুইজনকে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত ইয়াবা ট্যাবলেটের বাজারমূল্য আনুমানিক ৬ কোটি টাকা হবে বলে জানিয়েছেন উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী।

উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন,গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে রাজ্যে বিপুল পরিমাণ নেশা সামগ্রী প্রবেশ করবে। সেই মোতাবেক আইজল থেকে রাজ্যে প্রবেশের পথে টিআর০১বিজি০৩১৪  নম্বরের  যাত্রীবাহী বোলেরো গাড়িতে তল্লাশি চালিয়ে ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।  বাজেয়াপ্ত ইয়াবা ট্যাবলেটের বাজারমূল্য আনুমানিক ৬ কোটি টাকা হবে বলে জানিয়েছেন। 

 এদিন তিনি আরও জানিয়েছেন, ধৃতরা হলেন, রানীরবাজারের বাসিন্দা কৃষ্ণচন্দ্র সিংহ ও বিশালগড়ের বাসিন্দা মোহাম্মদ হোসেন। তাঁদের বিরুদ্ধে দামছড়া থানায় এনডিপিএস ধারায় মামলা দায়ের করা হয়েছে।