BRAKING NEWS

খেজুর বাগানে ভিআইপি রোডে দূর্ঘটনায় জখম চার পথচারী, পুড়ানো হল গাড়ি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি বেলাইন৷ গুরতর আহত হয়েছেন আরও চারজন পথচারী৷

বুধবার আগরতলায় খেজুরবাগান এলাকায় দূর্ঘটনাগ্রস্ত গাড়ি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা৷ ছবি নিজস্ব৷
বুধবার আগরতলায় খেজুরবাগান এলাকায় দূর্ঘটনাগ্রস্ত গাড়ি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা৷ ছবি নিজস্ব৷

দূর্ঘটনাটি ঘটেছে বুধবার সকাল দশটা নাগাদ আগরতলায় খেজুরবাগান এলাকায়৷ দূর্ঘটনার পরপরই অভিশপ্ত গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা৷ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছতে পৌঁছতেই পুরো গাড়িটি পুড়ে যায়৷ নিউ ক্যাপিটেল কমপ্লেক্স থানার পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ চালক পলাতক৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, চালক মদমত্ত অবস্থায় ছিলেন এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দূর্ঘটনাটি ঘটেছে৷
বুধবার সকাল দশটা নাগাদ টিআর-০১-এফ-০২৯০ নম্বরের একটি প্রাইভেট কার (এস্টিলো) খেজুরবাগান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী চারজনকে পেছন দিক থেকে ধাক্কা দেয়৷ তাতে রাস্তার পাশে ছিটকে পড়ে চারজনই৷ তারা হলেন সঞ্জিত রায়, মুকেশ রায়, ধীরু রায় ও ধিতাই রায়৷ গুরুতর আহত অবস্থায় তাদের আইএলএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ আহতদের মধ্যে দুই জনের অবস্থা সংকটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে৷ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে৷ ততক্ষণে গাড়িটি পুড়ে যায়৷ পুলিশ একটি মামলা নিয়েছে৷ চালক ঘটনার পরপরই পালিয়ে যায়৷ আহতরা প্রত্যেকেই গোয়ালাবস্তি এলাকার বাসিন্দা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *