ত্রিপুরার মাটিতে শুধুই পদ্ম ফুলের চাষ হবে, অন্য্ কোনো রাজনৈতিক দলের প্রতীক রাজ্যে থাকবে না : প্রদেশ বিজেপি সভাপতি

আগরতলা, ২০ মার্চ : ত্রিপুরার মাটিতে শুধুই পদ্ম ফুলের চাষ হবে, অন্য্ কোনো রাজনৈতিক দলের প্রতীক রাজ্যে থাকবে না। কারণ, জনগণ কংগ্রেস এবং সিপিআইএম দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করছেন। আজ ১৫-কমলাসাগর মন্ডলের উদ্যোগে আয়োজিত যোগদান সভায় একথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য।

এদিন কংগ্রেস এবং সিপিআইএম দল ত্যাগ করে ১৪২ পরিবারের ৫৫৪ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। তাঁদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে স্বাগত জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য।

এদিন শ্রী ভট্টাচার্য্য বলেন, ২০১৮ সালে ত্রিপুরায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর একরের পর এক জনকল্যাণমুখী উন্নয়ন করছে। তাই মানুষ দিকে দিকে বাম ও কংগ্রেসের দল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন।

তাঁর কটাক্ষ, সিপিমের ২৫ বছরের রাজত্বে বহু কংগ্রেস করার অপরাধে বহু কর্মীর খুন হয়েছেন, বহু জায়গায় অগ্নিসংযোগ হয়েছে, কংগ্রেস কর্মীদের বাড়িঘরে হামলা হয়েছে। আজ সেই কংগ্রেস সিপিএমের সাথে আঁতাত করেছে। কংগ্রেস ও সিপিএমের কোনো নীতি আদর্শ নেই।

এদিন তিনি আরো বলেন, বহু বছর ত্রিপুরাবাসীকে গরিব করে রেখেছিল বিগত সিপিএম সরকার। তাই আজ নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকারে জনগণ দলে দলে যোগদান করছেন।