সোনামুড়া থানার পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে ৩ কোটি টাকার নেশাসামগ্রী উদ্ধার

আগরতলা, ১৯ মার্চ :গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সোনামুড়া থানার পুলিশ ও বিএসএফ যৌথভাবে এক বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৭০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ নগদ অর্থ উদ্ধার করে। সাথে নেশার কাজে ব্যবহৃত একটি গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ। কিন্তু বাড়ির মালিককে আটক করা যায়নি।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গতকাল রাতে থানায় খবর আসে সোনামুড়া থানাধীন রবীন্দ্রপাড়ার বাসিন্দা ইদ্রিস মিঞার প্রচুর পরিমাণ নেশাসামগ্রী মজুত করে রাখা আছে। সেই খবরের ভিত্তিতে সোনামুড়া থানার পুলিশ ও বিএসএফ ওই এলাকায় অভিযান চালিয়েছে। ওই অভিযানে ইদ্রিস মিঞার বাড়ি থেকে প্রায় ৭০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ নগদ ১ লক্ষ ৩৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ৩ কোটি টাকা জানিয়েছেন তিনি।