মতুয়া মহাসংঘের রাশ নিয়ে কাজিয়া গড়াল হাই কোর্টে

কলকাতা, ১৮ মার্চ, (হি.স.): মতুয়া মহাসংঘের রাশ থাকবে কার হাতে, তা নিয়ে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। সোমবার বিচারপতি জয় সেনগুপ্ত তাঁকে মামলা করার অনুমতি দেন। আগামী বুধবার মামলার শুনানি হতে পারে।

ঘটনার সূত্রপাত দিনকয়েক আগে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর দাবি করেন, বেআইনিভাবে মতুয়া মহাসংঘের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা করেছেন শান্তনু ঠাকুর। থানায় অভিযোগ দায়ের করেন। ফলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করে দেয় পুলিশ। সেই দ্বন্দ্বের জলই গড়াল কলকাতা হাই কোর্টে। পুলিশ বেআইনিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করেছে বলেই দাবি শান্তনুর।

মামলাকারীর আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় জানান, মামলা করার অনুমতি চেয়ে বিচারপতি জয় সেনগুপ্তের একক বেঞ্চের দ্বারস্থ হন শান্তনু। মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি। আগামী বুধবার মামলার শুনানির সম্ভাবনা।

দিল্লিতে দ্বিতীয় মোদী সরকার গঠনের পরই ২০১৯ সালে এই সংশোধিত নাগরকিত্ব আইন পাশ করানো হয়েছিল। কিন্তু মাঝে বেশ কয়েকটি বছর কাটার পর চব্বিশের লোকসভা নির্বাচনের মুখে সিএএ লাগুর কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। তা নিয়ে ঠাকুর বাড়ি দুভাগে বিভক্ত।

সিএএ-কে হাতিয়ার করে ভোটপ্রচারে ব্যস্ত শান্তনু ঠাকুর। আবার সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করছেন মমতাবালা ঠাকুর। সোমবারও সাংবাদিক বৈঠকে সিএএ-র কড়া সমালোচনা করেন। সিএএ বিরোধিতায় আন্দোলন চালিয়ে যাবেন বলেই দাবি তাঁর। এই সংঘাতের মাঝেই এবার মতুয়া মহাসংঘের রাশ নিয়েও চলছে জোর টানাপোড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *