মহাকাশচারী কল্পনা চাওলা মহিলা ক্ষমতায়নের এক চমৎকার উদাহরণ : মোহন যাদব

ভোপাল, ১৭ মার্চ (হি. স.) : প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা মহিলা ক্ষমতায়নের এক চমৎকার উদাহরণ, একথা লিখে কল্পনা চাওলাকে জন্মবার্ষিকীতে প্রণাম জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব।

রবিবার ভারতীয় বংশোদ্ভূত প্রথম মহিলা মহাকাশচারী কল্পনা চাওলার জন্মবার্ষিকী। উনি মহিলা ক্ষমতায়নের পথে একটি নতুন গল্প লিখে নারী শক্তিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছিলেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব সামাজিক মাধ্যমে পোস্ট করে ওঁনাকে শ্রদ্ধা জানিয়েছেন। উনি লিখেছেন, “মহাকাশে ভারতের পতাকা উত্তোলনকারী চাওলা মহিলা ক্ষমতায়নের একটি চমৎকার উদাহরণ, দেশকে আকাশে পৌঁছে দিয়ে গৌরব বহন করেছিলেন ভারতের এই কন্যা। প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী কল্পনা চাওলার জন্মবার্ষিকীতে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই।”