বাঁকুড়া, ১৬ মার্চ (হি.স.) : মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়লেন সিমলাপালের তৃণমূল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রিয়া লোহার। নির্বাচনী সভা থেকে ফেরার সময়ে দুর্ঘটনায় হারালেন দুই সন্তান। গুরুতর আহত হয়েছেন তৃণমূল নেত্রী সহ তাঁর স্বামী।
শুক্রবার রাতে বাঁকুড়ায় দলের এক সভায় কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তীর নির্বাচনী প্রস্ততি সভায় যোগ দিতে গিয়েছিলেন রিয়া। সভা শেষ হওয়ার পর স্বামী কৃষ্ণ লোহারের সঙ্গে দুই শিশু সন্তানকে নিয়ে বাইকে জামবেদিয়া গ্রামের বাড়িতে ফিরছিলেন পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ।
সূত্রের খবর, সিমলাপাল থেকে ভূতশহরের দিকে যাওয়ার সময় রাস্তার উলটো দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের বাইকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বাইক থেকে ছিটকে পড়েন তাঁরা। ঘটনাস্থলেই ঋষি লোহার (৫) ও তিথি লোহার (৩) নামে তৃণমূল নেত্রীর দুই সন্তানের মৃত্যু হয়েছে।
গুরুতর আহত অবস্থায় রিয়া এবং তাঁর স্বামী কৃষ্ণ লোহার বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে ট্রাকটিকে ধরা গেলেও ঘটনার পর থেকে চালক পলাতক।