১৯১ দিনের কাজের নির্যাস, একযোগে নির্বাচন নিয়ে রাষ্ট্রপতির কাছে জমা পড়ল বিশদ রিপোর্ট

নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.): দেশে একযোগে নির্বাচনের প্রেক্ষিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে জমা পড়ল ১৮,৬২৬ পাতার রিপোর্ট। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পৌরহিত্যে একযোগে নির্বাচন সংক্রান্ত উচ্চ-স্তরের কমিটি, রাষ্ট্রপতির হাতে ১৮,৬২৬ পাতার রিপোর্ট তুলে দেওয়া হয়।

রিপোর্ট ১৮,৬২৬ পৃষ্ঠার সমন্বিত এবং ১৯১ দিনের কাজের নির্যাস। ২০২৩ সালের ২ সেপ্টেম্বর প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পৌরহিত্যে উচ্চ-স্তরের কমিটি গঠিত হওয়ার পর থেকে স্টেকহোল্ডার, বিশেষজ্ঞ এবং গবেষণার ফলাফল এই রিপোর্ট। রাষ্ট্রপতির কাছে রিপোর্ট জমা দেওয়ার সময় এদিন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ আজাদ পার্টির প্রধান গুলাম নবী আজাদও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *