আগরতলা, ১৪ মার্চ : বিজেপি সরকার জনগণের সরকার। জনগণের সঠিক সেবা নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আন্তরিকভাবে কাজ করছে রাজ্য সরকার। আজ জিরানীয়া মহকুমা শাসক অফিসের কনফারেন্স হলঘরে পর্যালোচনা বৈঠকে একথা বলেন খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক তথা পরিবহণ ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
পর্যালোচনা সভায় খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, জিরানীয়া মহকুমার অধীন বিভিন্ন ব্লক- নগর পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি এলাকার চলমান উন্নয়নমূলক কাজগুলোকে আরো দ্রুতগতিতে ত্বরান্বিত করার জন্য সকল স্তরের জনপ্রতিনিধি ও প্রশাসনের আধিকারিকদের নিজেদের মধ্যে সমন্বয় রেখে জনগণের জন্য কাজ করে যেতে হবে। চলমান উন্নয়নমূলক কাজগুলো যথাসময়ে সম্পাদনে যাতে কোন গাফিলতি না থাকে তা সুনিশ্চিত করতে হবে।
পর্যালোচনা বৈঠকে মন্ত্রী সুশান্ত চৌধুরী জিরানীয়া মহকুমার সার্বিক পরিস্থিতি সহ সামষ্টিক অর্থনীতির চিত্র, জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সাফল্য অর্জিত হয়েছে এবং ২০২৪-২৫ অর্থবর্ষে সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প ও যোজনা বাস্তবায়নে যেসব খাতে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তার বিষয়ে বৈঠকে উপস্থিত আধিকারিকদের কাছ থেকে অবগত হন।
এদিন মন্ত্রী বলেন, ত্রিপুরা সরকার চাই প্রতিটি কর্মসূচি হবে জনগণকে কেন্দ্র করে। স্বচ্ছ, জবাবদিহিমূলক, জ্ঞান ভিত্তিক ও কল্যাণমুখী দক্ষ ও স্মার্ট প্রশাসন আমরা গড়ে তুলতে চাই। যাতে জনগণ উন্নত এবং মানসম্মত সেবা পায়। আমাদের সরকার ‘সুশাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর’ উল্লেখ করে তিনি বলেন, সেই কাজটা আপনাদেরই করতে হবে।
তাঁর কথায়, আমার কথা খুব স্পষ্ট। আমরা ২০১৮ এবং ২০২৩ বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছি। আমরা কিন্তু জনগণের সম্মুখে এই নির্বাচনী ইশতেহার দেওয়ার মধ্য দিয়ে একটা অঙ্গীকার করে আসি। আর সেই ইশতেহার বাস্তবায়নের মধ্যদিয়েই আজকের ত্রিপুরা রাজ্যটা কিন্তু বদলে গেছে। প্রতিটি বাজেটে আমরা নির্বাচনী ইশতেহারটা অনুসরণ করি বলেই এই পরিবর্তনটা করতে পেরেছি। বিজেপি সরকারের একটা ধারাবাহিকতা আছে যে কারণে উন্নয়নগুলো দৃশ্যমান হচ্ছে। সুফলটা পাচ্ছে সাধারণ মানুষ।
তিনি আরও বলেন, আগামী দিন কয়েকের মধ্যে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট জারী হয়ে যাবে। নির্বাচন ঘোষণার পর সরকারের জনকল্যাণমুখী চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজে যাতে কোন ধরনের স্থবিরতা না আসে। ভারতের নির্বাচন কমিশনের আদর্শ নির্বাচনী আচরণবিধিকে সম্মান জানিয়ে এবং সমস্ত ধরনের আইন মেনে সরকারের উন্নয়নমূলক কাজ যাতে সঠিক সময়ে বাস্তবায়ন হয়, সে ব্যাপারে সকলকে উদ্যোগী হতে হবে। জনকল্যাণমুখী সকল প্রকল্পগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নে কাজ করতে হবে। যেকোনো ধরনের জনকল্যাণমুখী কাজের গুণগতমান বজায় রেখে যাতে সঠিকভাবে সকল কাজের বাস্তবায়ন হয় সেজন্য তদারকি বাড়াতে হবে।
তিনি বলেন, বিজেপি সরকার জনগণের সরকার। জনগণের সঠিক সেবা নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আন্তরিকভাবে কাজ করতে হবে।