ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। রঞ্জি চ্যাম্পিয়ন এর দোরগোড়ায় মুম্বাই। আগামীকাল শুধু ঘোষণার অপেক্ষায়। প্রথম ইনিংস ১০৫ রানে গুটিয়ে যাওয়া বিদর্ভ দ্বিতীয় ইনিংসে পাহাড় প্রমাণ রানকে টার্গেটে রেখে কতদূর এগোতে পারবে সেটাই এখন দেখার বিষয়। হাতে উইকেট রয়েছে দশটি ঠিকই। তবে জয়ের জন্য ৫২৮ রানের প্রয়োজন। ক্রিকেট অনিশ্চয়তার খেলা হলেও ৫৩৮ রান তাড়া করে জয় হাসিল করা অনেকটাই দুঃসাধ্য। প্রথম ইনিংসের তুলনায় মুম্বাই যেন দ্বিতীয় ইনিংসে ডাবল ধামাকা তৈরি করেছে। রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচ চলছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। মুম্বাই ও বিদর্ভের ম্যাচ। প্রথম ইনিংসে মুম্বাই ২২৪ রান সংগ্রহ করলে জবাবে বিদর্ভ তাদের প্রথম ইনিংস ১০৫ রানে গুটিয়ে নিতে বাধ্য হয়। ১১৯ রানের লিড নিয়ে মুম্বাই ফের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে প্রায় দুদিন ধরে ব্যাট চালিয়ে ১৩০.২ ওভার খেলে দ্বিতীয় ইনিংসে মুম্বাই ৪১৮ রান সংগ্রহ করে। বিদর্ভ এবার জয়ের জন্য ৫৩৮ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংস শুরু করে তৃতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে বিদর্ভ দুই ওভার ব্যাটিংয়ের সুযোগ পায়। ইতোমধ্যে বিনা উইকেটে দশ রান সংগ্রহ করে। দ্বিতীয় ইনিংসে মুম্বাইয়ের মুশের খানের ১৩৬ রান, শ্রেয়াস আয়ারের ৯৫ রান, অধিনায়ক আজিংকা রাহানের ৭৩ রান এবং স্যামস মুলানির অপরাজিত ৫০ রান উল্লেখযোগ্য। বিদর্ভের হর্স দুবে পাঁচটি উইকেট পেয়েছিল। আগামীকাল বিদর্ভের সামনে একপ্রকার এসিড টেস্টে কতটুকু সফল হয়, তাই এখন দেখার বিষয়। তবে ক্রিকেটীয় পরিসংখ্যান অনুযায়ী ৪১ বারের রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বাই এবারও ট্রফি ঘরে তুলে নিচ্ছে বলে ক্রিকেট মহল অনেকটা নিশ্চিত।
2024-03-12