নয়াদিল্লি, ১২ মার্চ (হি. স.): দেশজুড়ে কার্যকর হয়ে গেছে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)। পরিকল্পনামাফিক আলাদা একটি অনলাইন পোর্টালও চালু করেছে কেন্দ্র। (https:/indiancitizenshiponline.nic.in) এই পোর্টালের মাধ্যমেই এবার নাগরিকত্বের আবেদন করতে পারবেন পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা শরনার্থীরা।
২০১৯ সালে সিএএ আইন পাশ হয়েছিল। ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে আশ্রয় নেওয়া সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়া হবে এই আইনের মাধ্যমে। ৬টি সংখ্যালঘু অর্থাৎ হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ ও পার্শি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। উপযুক্ত নথির মাধ্যমে নির্দিষ্ট পোর্টালে গিয়ে সেই আবেদন জমা করতে হবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এক্স প্ল্যাটফর্মে জানিয়েছে, অনলাইনে আবেদনের জন্য ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে। যোগ্য আবেদনকারীরা ওই পোর্টালে নিজের নাম নথিভুক্ত করাতে পারবেন। এই আবেদন সম্পূর্ণ অনলাইনেই হবে।
উল্লেখ্য, কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, লোকসভা নির্বাচনের আগেই অমুসলিম শরণার্থীদের ভারতে নাগরিকত্ব দেওয়া হবে। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই তা লাগু করল কেন্দ্র।