শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিনিয়ত প্রয়াস চালিয়ে যাচ্ছে শিক্ষা দপ্তর : মেয়র

আগরতলা, ৯ মার্চ : শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিনিয়ত প্রয়াস চালিয়ে যাচ্ছে শিক্ষা দপ্তর। আজ পুর নিগমের ১৭ নং ওয়ার্ডের উদ্যোগে ২৫ জন ছাত্রীকে বাইসাইকেল প্রদান অনুষ্ঠানে একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

প্রথমে তিনি বিজয় কুমার বালিকা বিদ্যালয় নির্মীয়মান জলের ট্যাংকের কাজের অগ্রগতি খাতিয়ে দেখেন। পরবর্তীতে নির্মীয়মান একটি বহুতল ফ্ল্যাটের অবৈধ নির্মাণ স্থগিত করার জন্য অফিসারদের নির্দেশ দিয়েছেন। তারপর সৎসঙ্গ আশ্রমের কাছাকাছি কিছু ভেঙ্গে পড়া ড্রেন যার সংস্কারের প্রয়োজন আছে সেগুলোও ঘুরে দেখেন। তিনি আবারও শহরজুড়ে অবৈধভাবে নির্মীয়মান বহুতল নির্মাণকারীদের উদ্দেশ্যে করা বার্তা দিলেন।

এদিন মেয়র বলেন, শহরের সৌন্দর্যায়ন থেকে শুরু করে, বিভিন্ন নাগরিক পরিষেবার উন্নয়ন এবং নতুন পরিকাঠামো তৈরিতে বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে পুর নিগম যা সবটাই সম্ভব হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।

আজ আগরতলা পুর নিগমের ১৭ নং ওয়ার্ড অন্তর্গত বিভিন্ন রাস্তা, ড্রেন পরিদর্শন করি, পরিদর্শনকালে চোখে পড়ে একটি বহুতল ফ্ল্যাট অবৈধ নির্মাণ করা হচ্ছে বহুতল বাড়ির কাজ স্থগিত রাখার জন্য আগরতলা পুর নিগমের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়। যদি পুর নিগমের আইনা মেনে বহুত নির্মাণ না করে তবে ভেঙ্গেও দেয়া হতে পারে।