কংগ্রেসের বিরুদ্ধে তোপ অনুরাগের, বিভাজনের রাজনীতি নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী

হামিরপুর, ৬ মার্চ (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। বুধবার কংগ্রেসের সমালোচনা করে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “অনেক সময়, কংগ্রেস এবং তাঁদের সহযোগী দলগুলি হয় সনাতন ধর্ম অথবা হিন্দু কিংবা ভগবান রাম সম্পর্কে মন্তব্য করেছে ও অপমান করেছে। অন্যদিকে, তারা ‘টুকড়ে টুকড়ে গ্যাং’-এর পাশে দাঁড়িয়েছে, যাদের একমাত্র লক্ষ্য, ভারতকে বিভক্ত করা। তাঁরা নিজেদের বিজয় উদযাপনের জন্য পাকিস্তানপন্থী স্লোগান দেয়।”

এদিন সকালে হিমাচল প্রদেশের হামিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ সিং ঠাকুর আরও বলেছেন, “এখন একজন ব্যক্তি যিনি আগে বিশাল দুর্নীতি কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত ছিলেন, নিজস্ব সীমা অতিক্রম করেছেন। তিনি প্রকাশ্যে কংগ্রেসের হয়ে ব্যাটিং করছেন এবং ভারত-বিরোধী, সনাতন-বিরোধী এবং রাম-বিরোধী বক্তব্য রেখেছেন। কংগ্রেসের কাছে আমার প্রশ্ন, কে তাঁকে রক্ষা করছে? এ রাজা এবং ডিএমকে যা বলছে কংগ্রেস কি তাতে সমহ্ৎ? কংগ্রেস নেতাদের দ্বারা উত্থাপিত পাকিস্তানপন্থী স্লোগানে তাঁরা কি সহমত? কংগ্রেস কি ভারতকে একটি দেশ হিসেবে বিবেচনা করে না?… নির্বাচন ঘনিয়ে এলে কেন বিভাজনের রাজনীতি বাড়ছে?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *